Sunday, 17 February 2013

Naughty Jokes Collection Voll-2

Bhudar Chhobi

1. মুরগির ব্রেস্ট
   : বলোতো মুরগির ব্রেস্ট নেই কেন ?
   : মোরগের হাত নেই বলে |


2. কার বেশি সুখ
  : বলো তো সেক্স করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়?
  : অব্যশই মেয়ে |
  : কেন ?
  : যখন কাঠি দিয়ে কান খোঁচাও আরামটা কোথায় লাগে, কানে না লাঠিতে ??

3. সাবধান
    একটা ফোন বুথের সাথে এক ছেলে লিখে রাখছে: বিড়াল হইতে সাবধান দুধ খাবে কিন্তু।
    এক মেয়ে সেটা দেখে উত্তর লিখছে: বানর হইতে সাবধান, কলা খাবে কিন্তু।

4. বার করে লিখ
    একজন শিক্ষক তার ছাত্রীকে পড়াচ্ছে। যাতে সব কিছু মনে থাকে সে জন্য সে ছাত্রীকে বলেছে প্রতিটি   . .   জিনিস দুই বার করে লিখতে। সে শিক্ষক আবার ভদ্র ভাষায় কথা বলে। তাই সে বলেছে:
    দুদু বার করে লিখ।

     ……….. বেচারা ভদ্র ভাষায় কথা বলার দায়ে প্রাইভেট হারাইছে।

5. বাবা কিন্তু ছাড়বে না
   এক ফাজিল ছেলে এক মেয়ে কে দেখে বললো,’ ম-য় আকার মা + ল।

   মেয়েটাও ফাজিল। সে রিপ্লাই দিলো, “আচ্ছা, শেষের “ল” টা কেটে দেওয়া যায় না?”

   ছেলে বললো, “আমি ছেড়ে দিলেও বাবা কিন্তু ছাড়বে না।”

No comments:

Post a Comment