1. দুধ খাওয়াতে
প্রথম রাতেই নতুন হিন্দু বউ ঘরে ঢুকে ব্লাউজ খুলতে লাগল।
আশ্চর্য হয়ে বর জিজ্ঞাসা করল, ‘একি করস?”
“মা বলেছে, ঘরে ঢুকেই তোমাকে দুধ খাওয়াতে”-বউ এর উত্তর।
2.মোমবাতি ব্যবহার করছে
মহিলা হোষ্টেলে হঠাৎ বিদ্যুৎ নষ্ট হয়ে গেলে,ওয়ার্ডেন বিদ্যুৎ অফিসে ফোন করলো,”হ্যালো বিদ্যুৎ অফিস? আপনার লোকজন কে শিগ্গির পাঠিয়ে দিন, মেয়েরা সবাই মোমবাতি ব্যবহার করছে!
3.স্বামী-স্ত্রীর চরিত্র
বিয়ের রাতে বাসর ঘরে স্বামী স্ত্রীকে বলল, বিয়ের আগে আমি ১০ টা মেয়ের সাথে শুয়েছি!
বউ বলল, আমি জানি!
কেমনে?
স্বামী-স্ত্রীর চরিত্রতো একই রকম হয়, তাই নয় কি, আমিও
4.আরেকটা ফুটা
দেহ পসারিনি, প্লাস্টিক সার্জনকে যেয়ে বলল, আরেক টা ছিদ্র করে দেন তো!
আরেক টা, কেন? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল সার্জন।
ব্যবসা ভাল চলছে, একটাই খদ্দের ঠেকিয়ে পারছিনা , তাই আরেকটা ব্রাঞ্চ খুলতে চাচ্ছিলাম।
5. পানিকে বিশাল ভয় পায়
১ম বন্ধুঃ জানিস আমার বউ পানিকে বিশাল ভয় পায়।
২য় বন্ধুঃ কেমনে জানলি?
১ম বন্ধুঃ আজ অফিস থেকে ফিরে দেখি গোসল করার সময়ও সিকিউরিটি গার্ডকে বাথটাবে পাহারায় রেখেছে।
No comments:
Post a Comment